জনগণই আমাদের সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীব্যাপী যে ধরণের দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে আমরা যদি আমাদের সন্তানদের সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা দিনদিন অর্থনৈতিকভাবে আরো পিছিয়ে পড়বো। একটি পরিবারের একটি সন্তান যদি যোগ্য হয়ে গড়ে উঠে তাহলে সে তার পরিবার, সমাজ সর্বোপরি দেশের জন্য বড় একটি আর্শিবাদ।
বর্তমানে আমরা আমাদের ছেলে/মেয়ে কে একবার স্কুল, একবার কোচিং, একবার প্রাইভেট টিচার্স, একবার হোম টিচার্স এর কাছে পাঠাচ্ছি। এভাবে দৌড়াদড়িতে সময় ও অর্থের যে অপচয় হয় তা থেকে মুক্তি দিতে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল যোগ্য শিক্ষক ও নেতৃত্বের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদানের সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে, পাঠ্যপুস্তকের সাহায্যে নিজ হাতে বাস্তবধর্মী প্রকল্প ও চিত্রনাট্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ও আনন্দঘন শিক্ষা পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের চিন্তা চেতনার বিকাশের সুযোগ সৃষ্টি করে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিতে একাডেমিকের পাশাপাশি নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করবে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল ।
ইকবাল কবির মোগলপরিচালক, হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল
পুলিশ লাইনস, কদমতলা, যশোর
বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলাই হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ । আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি পরিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
উন্নত বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমরা একটি বিষয়ে সবাই অবগত আছি যে, আমাদের দেশে উল্লেখ করার মত তেমন কোন খনিজ সম্পদের খনি নেই, নেই কোন সোনার খনি, কিন্তু আমাদের একটি বড় সম্পদ আছে তা হল মানব সম্পদ। আর এই মানব সম্পদের ভিতর সবচেয়ে সম্ভাব্যময় হচ্ছে আমাদের ভবিষৎ প্রজন্ম অর্থাৎ আমাদের আদরের সন্তানেরা। আমাদের দেশটিকে যদি উন্নত কাতারের নিতে হয় তাহলে প্রয়োজন এদেরকে যুগোপযুগী করে অর্থাৎ আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা। এ কারণে থাকতে হবে আন্তর্জাতিক ভাষা জ্ঞান ও ভাষার সঠিক উচ্চারণ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বাস্তব জ্ঞান, অবাদ জ্ঞান চর্চার সুযোগ, নিজ নিজ ধর্মের সঠিক জ্ঞান। সামাজিক ও দেশপ্রেম সমৃদ্ধ মানুষ। এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করবে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
পরিচালক
প্রধান শিক্ষক
সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম)
সহকারী শিক্ষক
সহকারী শিক্ষিকা (ইংরেজি)
সহকারী শিক্ষিকা (চারুকারুকলা)
হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যশোর
হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যশোর
হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যশোর