জনগণই আমাদের সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীব্যাপী যে ধরণের দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে আমরা যদি আমাদের সন্তানদের সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা দিনদিন অর্থনৈতিকভাবে আরো পিছিয়ে পড়বো। একটি পরিবারের একটি সন্তান যদি যোগ্য হয়ে গড়ে উঠে তাহলে সে তার পরিবার, সমাজ সর্বোপরি দেশের জন্য বড় একটি আর্শিবাদ।
বর্তমানে আমরা আমাদের ছেলে/মেয়ে কে একবার স্কুল, একবার কোচিং, একবার প্রাইভেট টিচার্স, একবার হোম টিচার্স এর কাছে পাঠাচ্ছি। এভাবে দৌড়াদড়িতে সময় ও অর্থের যে অপচয় হয় তা থেকে মুক্তি দিতে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল যোগ্য শিক্ষক ও নেতৃত্বের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদানের সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে, পাঠ্যপুস্তকের সাহায্যে নিজ হাতে বাস্তবধর্মী প্রকল্প ও চিত্রনাট্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ও আনন্দঘন শিক্ষা পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের চিন্তা চেতনার বিকাশের সুযোগ সৃষ্টি করে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিতে একাডেমিকের পাশাপাশি নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করবে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল ।